ভৈরবে এসিল্যান্ড, ড্রাইভার ও ডাক্তারসহ ৫ জন করোনায় আক্রান্ত

0
296
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাত ৮টায় নতুন করে ভৈরবের ১১ জনের নমুনা পরীক্ষা করে এসিল্যান্ড হীমাদ্রী খীসাসহ মোট পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। এখন পর্যন্ত ভৈরবে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার ১১ জনের নমুনা পরীক্ষা করতে ঢাকায় পাঠানো হলে শনিবার ৬ জনের নেগেটিভ এলেও এসিল্যান্ড, তার ড্রাইভার ও একজন ডাক্তারসহ ৫ জনের পজিটিভ রিপোর্ট আসে। এর আগে গত বৃহস্পতিবার ভৈরবে এক কিশোরী করোনায় আক্রান্ত হয়। শনিবার আক্রান্ত ৫ জনের মধ্যে তিনজন ছাড়া বাকি দুইজন ওই কিশোরীর বাবা ও ছোটবোন।
এ নিয়ে একই পরিবারের তিনজন করোনায় আক্রান্ত হলো। এর আগে গত ১০ দিনে ভৈরবে ডাক্তার, নার্স ও পুলিশসহ ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
শনিবার পর্যন্ত ভৈরবে মোট আক্রান্তের সংখ্যা ১৫ জন। এ তথ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহমেদ নিশ্চিত করেছেন। সরকারি কাজ ও জনগণের সেবা দিতে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) নিজেই ড্রাইভারসহ করোনায় আক্রান্ত হলো। ডাক্তার, নার্স, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা কেউ আক্রান্ত থেকে বাদ যাচ্ছে না। এ অবস্থায় ভৈরবের প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here