পঞ্চকন্যার বাবা হলেন আফ্রিদি

0
298
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক: পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি-দম্পতির কোল আলো করে এলো এক কন্যাশিশু। এ নিয়ে পঞ্চকন্যার বাবা হলেন তিনি।
সুসংবাদটা সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি এই অলরাউন্ডার নিজেই দিয়েছেন। টুইটবার্তায় আফ্রিদি জানান, ‘আল্লাহর অসংখ্য আশির্বাদ ও করুণা আমার ওপরে বর্ষিত হচ্ছে। এর আগে চারজন অসাধারণ কন্যাসন্তানের বাবা হওয়ার পর এখন আমি পঞ্চম মেয়ের বাবা হয়েছি। খুশির খবরটা আমার শুভানুধ্যায়ীদের জানালাম।’
পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি তার আত্মজীবনী ‘দ্য গেম চেঞ্জার’-এ লিখেছেন, কন্যাসন্তান পরিবারে সৌভাগ্য বয়ে আনে বলে তিনি বিশ্বাস করেন। বইটি যখন লিখেছেন, চার কন্যাসন্তানের বাবা ছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। সৌভাগ্য তাকে আবারও হাত বাড়িয়ে দিয়েছে। এমনকি স্ত্রী জীবনে আসার পরেও তার ভাগ্যের পরিবর্তন হয়েছিল বলে তিনি
আত্মজীবনীতে লিখেছেন, ‘আমাদের সংস্কৃতিতে এটা বিশ্বাস করা হয়, মেয়েরা পরিবারে সৌভাগ্য বয়ে নিয়ে আসে। আমি যখন বিয়ে করলাম, আমার সৌভাগ্যের চাকা ঘুরতে শুরু করল। পরের বছরগুলোয় আমি একে একে চার (এখন পাঁচ) কন্যাসন্তানের
বাবা হলাম। সত্যি বলতে কি, একেকজনের জন্ম আমার জীবনে শুধু সৌভাগ্যই এনেছে। কন্যাসন্তান আশির্বাদস্বরূপ, আসলেই।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here