ভোটাদের উপস্থিতি কম থাকার দায় কমিশনের নয়: সিইসি

0
211
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। আজ সকালে রাজধানীর উত্তরার সিটি নির্বাচনের একটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশন কেবলমাত্র নির্বাচনের আয়োজক। সবাই নিরাপদে ভোট দিতে পারবেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ও দুই সিটিতে নবগঠিত ৩৬ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের জন্য ভোট নেয়া হচ্ছে। সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশ কম।
দুই সিটির ভোটের নিরাপত্তায় মাঠে রয়েছে পুলিশ, এপিবিএন ও আনসারের ২৭টি মোবাইল টিম ও ১৮টি স্ট্রাইকিং ফোর্স। এছাড়া র‍্যাবের ২৭ টিম ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য রয়েছে ভোটের নিরাপত্তায়। জনপ্রতিনিধি নির্বাচনের এই আনুষ্ঠানিকতায় দুই সিটিতে ভোটার প্রায় ৩৫ লাখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here