মহাসড়কে অটোরিক্সাসহ হালকাযান চলাচলে বাইলেন ও ডিভাইডার নির্মাণের দাবি

0
100
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ গোলাম ফারুক সংবাদপত্রের এক যুক্ত বিবৃতিতে বলেন, দেশের ৬৪টি জেলায় অটোরিক্সা (থ্রীহুইলার) এর সংখ্যা প্রায় ৭ লক্ষ, চালকের সংখ্যা প্রায় ১০ লক্ষ। এই পরিবহনে প্রতিদিন প্রায় দুই কোটি যাত্রীর সেবা দেয় স্বল্প সময়ে স্বল্প ভাড়ায় দিয়ে চলাচল করে এই পরিবহনে। সরকার ২০১৫ সালের ১ আগস্ট হতে মহাসড়কে এই অটোরিক্সা (থ্রীহুইলার) চলাচলের নিশেধাজ্ঞা জারি করেছে। নেতৃবৃন্দ বলেন, আমরা শুরু থেকেই মহাসড়কের পাশে বাইলেন ও ডিভাইডার নির্মাণ করার জন্য দাবি জানিয়ে আসছি। সরকারের উচ্চ মহল থেকে বলা হয়েছিল যে, এই পরিবহনের জন্য বাইলেন নির্মাণ করা হবে। প্রতি বছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হয় এবং বাইলেন ও ডিভাইডার নির্মাণের আশার বাণী আমরা শুনে আসছি। উূেল্লখ্য যে, এই পরিবহনটি ‘গরিবের অ্যাম্বুলেন্স’ বলে খ্যাতি অর্জন করেছে। বাইলেন ও ডিভাইডার নির্মাণ হলে যাত্রী ও চালকদের সুবিধা হবে। বিশেষ করে হতদরিদ্র অসুস্থ ব্যক্তিদের শহরের হাসপাতালে যাওয়া আসার ক্ষেত্রেও। নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনা কমানোর জন্য ১ আগস্ট ২০১৫ হতে মহাসড়কে অটোরিক্সা (থ্রীহুইলার) চলাচলের উপর সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু সড়কে দুর্ঘটনা কমেনি। আমরা মনে করি, বাইলেন ও ডিভাইডার নির্মাণ করা হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে। ফলে জান মালের ক্ষতি কমে আসবে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি কমে যাবে। প্রতি বছর ‘জাতীয় বাজেট’ করা হয়। ২০১৫ সাল এর পর থেকে মোট ৫টি জাতীয় বাজেট দেয়া হয়েছৈ। আমরা বাজেট আসার পূর্বেই মহাসড়কে বাইলেন করার জন্য আলাদা অর্থ বরাদ্দের জন্য আবেদন করে আসছি, কিন্তু কোন সুফল পাওয় যায়নি। বিগত বাজেট এর তুলনায় এ বছর সড়ক ও পরিবহন খাতে অর্থ বরাদ্দের পরিমাণ অনেক বেশী। তাই আমরা আশা করি যে, এবছর মহাসড়কে বাইলেন ও ডিভাইডার নির্মাণের কাজ শুরু হবে। বর্তমান বাজেট জীবন ও জীবিকার স্বার্থে বাজেট এই মতবাদে ঘোষণা করা হয়েছে। তাই এই শিল্পের সাথে সংযুক্ত চালক, মালিক ও তাদের পরিবার নিয়ে ৬০ লক্ষ লোক জরিত। এই পরিবহনে প্রতিদিন প্রায় ২ কোটি যাত্রী পরিবহন করে আসছে। তহাই চালক, মালিক ও যাত্রীর স্বার্থে বিবেচনা করে মহাসড়কে বাইলেনের নির্মাণের কাজ শুরু করার জোর দাবি জানান নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here