মান্দায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত

0
264
728×90 Banner

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি) :প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত নওগাঁর ৫ উপজেলায় কর্মরত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিনদিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে ৪টার দিকে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে সমাপনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, প্রশিক্ষণের ট্রেইনার কাজী আনিস, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা সহকারি প্রোগ্রামার ইউআইটিআরসিই ব্যানবেইস শামছ-ই-তাবরীজ, পিআইবির সহকারি প্রশিক্ষক নাসিমূল আহসান প্রমুখ।
প্রশিক্ষণে নওগাঁর মান্দা, রাণীনগর, আত্রাই, নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here