যৌথ আয়োজনে শুরু হল বিসিক ও প্রিজম প্রকল্পের দুটি প্রশিক্ষণ কোর্স

0
171
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): ঢাকায় শুরু হল ‘রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্ট টুল’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা। এটি যৌথভাবে আয়োজন করেছে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। রোববার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্স শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত ও স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম।
রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্ট টুল প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। কর্মশালাটি পরিচালনা করছেন প্রিজম প্রকল্পের সিনিয়ার এক্সপার্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আমির হোসেন। এটি চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
এদিকে রাজশাহীতে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি যৌথভাবে কারচুপি ডিজাইন ও শেলাই বিষয়ক এক প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে। রবিবার সকালে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গ্রামে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ২৪ ডিসেম্বর পর্যন্ত ১৫ জন নারীকে বিনামূল্যে এ প্রশিক্ষণ দেয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here