রংপুরে জাতীয় সমবায় দিবস পালিত

0
168
728×90 Banner

সাহানুর রহমান,রংপুর : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ‘ এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে রংপুর নগরীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার দুপুরে রংপুর জেলা ও বিভাগীয় সমবায় কার্যালয়ের আয়োজনে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সমক প্রদক্ষিণ করে। পরে রংপুর টাউন হলে সমবায়ের মাধ্যমে দারিদ্র বিমোচন, নারী উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান রংপুর কেন্দ্রীয় সমবায় ও ভুমি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান তুষার কান্তি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুরের বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, বিভাগীয় যুগ্ম সমবায় নিবন্ধক মোহাম্মদ আমীর আজম প্রমুখ।
দিবসটি উপলক্ষ্যে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে নগরীর কনফিডেন্স সেভিংস এন্ড ক্রেডিট কো-অপরারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক সাবেক সেনাসদস্য আফজাল হোসেনসহ শ্রেষ্ঠ ৭ সমবায় সমিতিকে সন্মননা স্বারক প্রদান দেয়া হয়।
এসময় রংপুরের সমবায়ক অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমবায় সমিতির কর্মকর্তা-সদস্য, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here