রংপুর বিভাগের ৮ জেলায় ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত ২১ হাজার

0
229
728×90 Banner

সাহানুর রহমান,রংপুর: রংপুরে আবারো শীতের তীব্রতা বাড়ায় ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নানান বয়সের মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ৫০টি উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৩৩০ জন নারী, পুরুষ ও শিশু ডায়রিয়া, শ্বাসকষ্টসহবিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। এসব এলাকায় ৭২২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।এছাড়াও গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৮ জন নারী, পুরুষ ও শিশু। এদের মধ্যে ডায়রিয়ায় একজন ও শ্বাসকষ্টে দুজন মারা গেছে।রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ওই আট জেলায় ৩৩০ জন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ডায়রিয়ায় ২২৫ জন, শ্বাসকষ্টে ৯০ জন ও অন্যান্য ঠাণ্ডাজনিত রোগে ৯২ জন আক্রান্ত হয়েছেন।তিনি জানান, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় ২১ হাজার ৯৮ জন ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ঠাকুরগাঁওয়ে শ্বাসকষ্টে দুইজন ও পঞ্চগড়ে ডায়রিয়ায় একজন মারা গেছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোস্তফা খালেদ আহামেদ জানান, এ অঞ্চলে শীতের তীব্রতা বেশি থাকায় নভেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় ২১ হাজার মানুষ ঠাণ্ডাজনিত নানান রোগে আক্রান্ত হয়েছেন। তবে এ মাসে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here