রংপুর ৩ আসন নিয়ে নানা সংকটে জাপা

0
176
728×90 Banner

সাহানুর রহমান,রংপুর: রংপুরে জাতীয় পার্টিতে রওশন-কাদের বিরোধ ছাড়াও এরশাদের আসনে আওয়ামী লীগের প্রার্থী দেয়ার ঘোষণায় চিন্তার ভাঁজ পড়েছে জাতীয় পার্টিতে। নতুন টানাপড়েন শুরু হয়েছে এরশাদের শূন্য আসনে মনোনয়ন দেয়া নিয়ে। দলের চেয়ারম্যান জি এম কাদের বলছেন, কারও একক সিদ্ধান্তে নয়, মনোনয়ন দেয়া হবে পার্টি ফোরামে আলোচনার ভিত্তিতে।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর তিন আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে। জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত আসনটির জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি। ফরম সংগ্রহ করেছেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, প্রেসিডিয়াস সদস্য এস এম ফখর-উজ-জামান এবং এরশাদের ভাগনি মেহেজেবুন্নেসা রহমান টুম্পা।দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ চাইছেন তাদের পুত্র সাদ এরশাদকেই মনোনয়ন দেওয়া হোক। যদিও এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেননি তিনি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী জানান, ‘দলের নেতাকর্মীদের সেন্টিমেন্টের অবশ্যই মূল্যায়ন করা হবে। দলের সংসদ সদস্য এবং প্রেসিডিয়াম সদস্যরা চাইছেন এরশাদের সন্তান; সে যোগ্য ছেলে, সে হলে আপত্তি কোথায়?’
এদিকে, রংপুরে জাতীয় পার্টির তৃণমূলের কাছে সাদ এরশাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। একদিকে রওশন এরশাদ অন্যদিকে তৃণমূল। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন,’আমরা চেষ্টা করবো সবকিছুর উর্দ্ধে উঠে প্রার্থী বাছাই করতে। যে প্রার্থী জয়ী হয়ে আসতে পারবে। সার্বিক বিষয় বিবেচনা করের মনোনয়ন দেয়া হবে।’
মনোনয়ন বোর্ডে রওশনকে রাখা হয়নি কেন এমন প্রশ্নে জিএম কাদের বলেন, যতদূর সম্ভব চেষ্টা করা হয়েছে নিরপেক্ষে থাকার জন্য। কাউকে কিছু চাপিয়ে দেয়া হয়নি। যাদের কোন একজন প্রার্থীর প্রতি অনুরাগ বা বিরাগ আছে তাদেরকে আমি দূরে রাখার চেষ্টা করেছি।’
এদিকে, এই আসনে আওয়ামী লীগের প্রার্থী দেয়ার বিষয়টিকে ভালো চোখে দেখছেন না জাতীয় পার্টির নেতারা। প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী এ প্রসঙ্গে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ থেকে নির্বাচন করেন। তার নির্বাচনি এলাকা থেকে, প্রধানমন্ত্রীর প্রতি সন্মানদেখিয়ে আমরা কিন্তু জাতীয় পার্টি থেকে কোন প্রার্থী দেই না। আমরা আশা করবো তিনি বিষয়টি বিবেচনায় রাখবেন।’
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা হতে পারে দলের শীর্ষ নেতাদের।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here