রাগবি প্রশিক্ষণ শুরু

0
152
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টাঙ্গাইল জেলায় প্রথমবারের মত শুরু হলো রাগবি প্রশিক্ষণ। বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।
টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৬ জন বালক এবং ১৭ জন বালিকা অংশ নেয় এই প্রশিক্ষণে। প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর কোচ নাজমুস সাকিব শোভন। শুভেচ্ছা কক্তব্যে তিনি জানান, বাংলাদেশে রাগবি নতুন হওয়ায় তরুণদের জন্য সম্ভাবনাময় একটি খেলা।
প্রতিভাবান খেলোয়াড়দের আসন্ন বয়স ভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টেও খেলের সুযোগ রয়েছে। প্রধান অতিথির বক্তেব্যে জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম জানান, নতুন খেলায় সহজেই জাতীয় দলে সুযোগ পাওয়ার হাতছানি রয়েছে টাঙ্গাইল জেলার খেলোয়াড়দের। খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষনের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। তিন দিনের এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান আগামী ১৮ মে। আয়োজনের সার্বিক দায়িত্বে রয়েছেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার জনাব আল আমিন সবুজ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here