রাজধানীতে জাল নোট তৈরী সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

0
238
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ১ লাখ টাকার জাল নোটসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের একনারী সহ তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‌্যাব-২ এর একটি দল। গ্রেফতারকৃতরা হলেন- মো. জালাল উদ্দিন (২৯), মো. রিপন খান (৩২) ও মনিরা (২৭)। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু জাল নোট ও ২টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং সোসাইটির ১ নম্বর সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
এলিট ফোর্স র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক আজ এসব সত্য নিশ্চিত করেছেন।
তিনি আজ জানান, এই প্রতারকচক্রের সদস্যরা দুই পদ্ধতিতে জাল নোট ছাপিয়ে বাজারে ছড়াতো। ভালো মানের কাগজে আঠা ও সিকিউরিটি থ্রেড বসিয়ে ভাঁজ করা হতো। এরপর স্ক্যানার ও প্রিন্টিং মেশিনের সহায়তায় সূক্ষ্মভাবে তৈরি করা হতো জাল টাকা। পাশাপশি এই প্রতারক চক্রের সদস্যরা ওয়াশ পদ্ধতিতেও জাল নোট তৈরি করতো তারা। এক্ষেত্রে আসল টাকার নোট ওয়াশ করে শুকিয়ে সেটির ওপর টাকার অঙ্ক বসিয়ে ছাপ দেওয়া হতো।
র‌্যাবের এই কর্মকর্তা আরও জানায়, তিন ধাপে জাল টাকা বাজারে ছাড়া হয়। প্রথম ধাপে পাইকারি হিসেবে ১লাখ টাকার একটি বান্ডিল ২৫-৩০ হাজার টাকায় বিক্রি করা হয়। দ্বিতীয় ধাপে খুচরা কারবারিদের কাছে তা বিক্রি করা হয় ৪০-৪৫ হাজার টাকায়। তৃতীয় ধাপে খুচরা কারবারিরা এসব টাকা নিজস্ব বাহিনীর মাধ্যমে বাজারে ছড়িয়ে দিতো।
র‌্যাব ২-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, নোট জালকারীদের মূল টার্গেট অশিক্ষিত, অর্ধশিক্ষিত, বৃদ্ধ, দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন। ঢাকার লালবাগের কেল্লা মোড়, বাবুবাজার, আজিমপুর বাসস্ট্যান্ড, আজিমপুর গোরস্থান, গুলিস্তান ও কামরাঙ্গীচরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করায়। আটককৃতদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here