রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য আটক

0
277
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদি উদ্বার করা হয়।
আটককৃতরা হলেন, মো. কামরুল (৩৮), মোবারক হোসেন (২৮), মুন্না (৩৫), সুজন মিয়া (২০) ও সজল মিয়া (১৯)।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগর থানার মিরপুরগামী রাস্তার বিআইসিসি ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-২ এর একটি দল।
র‌্যাব-২ এর কোম্পানী কমান্ডার শাহাবুদ্দিন আজ রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগসহ মূল্যবান সামগ্রী ছিনতাই করে।
কমান্ডার শাহাবুদ্দিন আরও জানান, এ সংঘবদ্ব ডাকাত দলের সদস্যরা রাতের বেলায় তারা দুই বা ততোধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাট বা ফাঁকা বাড়ির গ্রিল কেটে ও তালা ভেঙে ডাকাতি করে। আটকদের বিরুদ্ধে ডিএমপি’র শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here