রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্দোনেশিয়ার নাগরিকের মৃত্যু

0
224
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইন্দোনেশিয়ার নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম তৌফিক (৪৫)। নিহত তৌফিক ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহত তৌফিকের সহকর্মী টেকনিশিয়ান মো. হানিফ জানান, দীর্ঘদিন ধরে নিউ রমনা সাব-স্টেশন নামে একটি বিদ্যুৎকেন্দ্রে কাজ করেন তারা। তৌফিক ছিল সেখানকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের ভেতরে বৈদ্যুতিক কাজ করার সময় হঠাৎ করে অসাবধনা বশত : তৌফিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তারা নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতালের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া জানান, ইন্দোনেশিয়ার নাগরিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here