রাজধানীতে বিপুল পরিমান বিদেশী সিগারেট মদ ও ডাকাতসহ ৪ জন গ্রেপ্তার

0
167
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর কাপ্তান বাজার ও চক বাজার পৃথক দু’টি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী সিগারেট,মদ ও ডাকাত দলের দু’সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
ওয়ারী থানার কাপ্তান বাজার ও চকবাজার মডেল থানার সোয়ারীঘাট লঞ্চঘাট সংলগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র‌্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো মোঃ শাহিন পেদা (২০), মোঃ শফিকুল ইসলাম (৪২), মোঃ জসিম (৩০) ও মোঃ অহিদ (৫৩)।
এসময় তাদের কাছ থেকে ৮৩৬১০ পিস বিদেশী সিগারেট, ৬ বোতল বিদেশী মদ,২ টি চাকু, ৬ টি মোবাইল ও নগদ- ৭৫০০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব- ১০ এর এ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে র‌্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে রাজধানীর ওয়ারী থানার কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতকালে দেশী অস্ত্রসহ ডাকাত দলের দু’ সদস্য মোঃ জসিম (৩০) ও মোঃ অহিদ (৫৩)কে গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট থেকে ২ টি চাকু, ৪ টি মোবাইল ফোন ও নগদ-১০৫০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করত বলে স্বীকার করেছে।
এবিষয়ে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
এছাড়া একই রাতে রাজধানীর চকবাজার মডেল থানার সোয়ারীঘাট লঞ্চঘাট সংলগ এলাকায় র‌্যাব- ১০ এর একটি দল সেখানে গোপনে অভিযান চালিয়ে ৬ বোতল বিদেশী মদ মোঃ শফিকুল ইসলাম (৪২) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
এসময় তার নিকট থেকে ১টি মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
এবিষয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here