রাজধানীতে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যামাণ আদালত

0
139
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর কারওয়ান বাজারস্থ পাইকারী আড়তে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করার দায়ে ১১ টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) এর ভ্রাম্যামাণ আদালত।
র‌্যাবের আইনও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এলিট ফোর্স র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে র‌্যাব-৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও কৃষি বিপণন অধিদপ্তরের সহায়তায় কারওয়ান বাজারের পাইকারি আড়তে এ অভিযান চালনো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু গনমাধ্যমকে বলেন, সরকার নির্ধামূল্যের চেয়ে বেশি দামে আলু, পেঁয়াজ, রসুন, আদাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, দোকান গুলোতে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এসব কারণে কারওয়ানবাজার পাইকারি আড়তের ১১ প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পলাশ কুমার বসু বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here