রাজধানীর কাপ্তান বাজারে ডাকাতিকৃত মালামাল ও অস্ত্রসহ ডকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

0
197
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাবের অভিযানে রাজধানীর ওয়ারী থানাধীন কাপ্তান বাজার ডিমপট্টি এলাকা হতে ডাকাতিকৃত মালামাল এবং দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডকাত চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর ওয়ারী থানাধীন কাপ্তান বাজার ডিমপট্টিতে নজরুল চেয়ারম্যানের বিল্ডিং এ ৩য় তলায় মা-মনি ফ্যাশন কারখানার সামনে ফাঁকা জায়গায় বসে কতিপয় ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই সাপেক্ষে ১৯ নভেম্বর ২০১৯ তারিখ রাত ২০০০ ঘটিকার সময় উক্ত স্থানে র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম. ফয়জুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী, ১। মোঃ সজল (২৭), জেলা- মুন্সীগঞ্জ, ২। মোঃ আরিফ হোসেন (১৮), জেলা-নরসিংদী, ৩। মোঃ আলম (৩২), জেলা-মাদারীপুর, ৪। মোঃ মিরাজ (২৭), জেলা- ঢাকা, ৫। মোঃ জসিম মিয়া (২৩), জেলা-কুমিল্লা এবং ৬। বসন্ত কুমার (৫০), জেলা- ঢাকাদের গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীদের নিকট হতে ০১টি স্বর্ণের দুল, ০৩টি চাকু ও নগদ ১২,৫০০/-(বার হাজার পাঁচশত) টাকা উদ্ধার করতে সক্ষম হয় । ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা রাত্রিকালীন রাস্তায় চলাচলরত যাত্রী এবং জনসাধারনদেরকে সুবিধাজনক স্থানে সুযোগ বুঝে পথচারীদের গতিরোধ করে মারাত্মক অস্ত্র-সস্ত্র প্রদর্শন পূর্বক মারাত্মক জখম ও ভয়ভীতি প্রদর্শন করে তাদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকারসহ মালামাল লুন্ঠন করে। তারা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ হয়ে ওয়ারী থানাধীন কাপ্তান বাজার ডিমপট্টি এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here