রাজধানীর সিদ্ধেশ্বরীতে নতুন ব্র্যাক কুমন সেন্টারের চুক্তি স্বাক্ষর

0
95
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : সম্প্রতি মহাখালি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্র্যাক কুমন লিমিটেড এবং ব্র্যাক কুমনের নতুন ইন্সট্রাক্টরের মধ্যে “ফ্র্যাঞ্চাইজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান”। উক্ত অনুষ্ঠানে চুক্তিস্বাক্ষর করেন ব্র্যাক কুমন লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, লেডি সৈয়দা সারওয়াত আবেদ এবং ব্র্যাক কুমন সিদ্ধেশ্বরী সেন্টারের স্বত্বাধিকারী আশ্রাফুন্নেসা আঁচল।
২০১৭ সালে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন, প্রয়াত স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজি এর হাত ধরে বাংলাদেশে শুরু হয় কুমনের যাত্রা। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের বৃহত্তম স্কুল পরবর্তি শিক্ষা কার্যক্রম কুমন এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে ব্র্যাক কুমন লিমিটেড দেশের বিভিন্ন স্থানে সেন্টার খোলা ছাড়াও ব্র্যাক স্কুলের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে কুমন মেথডের শিক্ষা ছড়িয়ে দিবে।
জাপানিজ গণিত শিক্ষক তরু কুমনের আবিষ্কার করা প্রায় ৬০ বছরেরও বেশি পুরোনো এই কুমন মেথড বর্তমানে বিশ্বের ৫৭টিরও বেশি দেশে বাচ্চাদের গণিত, ইংরেজির ও জীবনমুখী দক্ষতা বাড়াতে কাজ করে চলেছে।
ব্র্যাক কুমন সম্পর্কে বিস্তারিত জানতে, ভিজিট করুন- https://brac-kumon.com.bd/

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here