রাজনৈতিক শুন্যাতায় চট্টগ্রাম-১ মিরসরাইয়ে বিএনপির নতুন প্রজন্ম ও নেতা কর্মীরা

0
136
728×90 Banner

চৌধুরী কামাল হোসেন: বিশেষ করে চট্টগ্রমের মধ্যে মিরসরাই থানা ছিলো বিএনপির ভোট ব্যাংক। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী এম. এ জিন্নাহ ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করে নৌকা প্রতিক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করার মাধ্যমে বুঝে দিয়েছিল এই আসনটি বিএনপির থানা। ১৯৯৬ সালের নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদাজিয়াকে মিরসরাইবাসী এই থানাটি উপহার দিয়েছিলেন। ৯৬-এর নির্বাচনে আওয়ামীলীগ সরকার গঠন করলে বেগম জিয়া এ আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনের জন্য মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য এম.এ জিন্নাহ। ১৯৯৬ সালের উপ-নির্বাচনে ইঞ্জিনিয়ার মোশরফ হোসেন সংসদ সদস্য পদ গ্রহণ করেন। তার পর শুরু হয় সন্ত্রাসের রাজনীতি। ৯৬ পরবর্তী মিরসরাইতে ছাত্রদল, যুবদলের নেতা কর্মী চট্টগ্রাম শহর, ফেনী শহর, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন। এই আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যেমে সভা সমাবেশ, সেমিনার করে মিরসরাই বাসীকে জাগরত রেখেছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত এই কঠিন সময়ের বীপ্লবীরা ছিলেন ছাত্রদল সভাপতি-সরোয়ার উদ্দিন সেলিম, কাজী ফখরুল ইসলাম, মাইন উদ্দিন মহমুদ লিটন (মহি উদ্দিন), আলাউদ্দিন, সুমন নুরমোহাম্মাদ, মিজান, দিদারুল আলিম মিয়াজী, লিটন, মরহুম তৌফিক, যুবদলের সভাপতি সালাউদ্দিন, নাছির উদ্দিন, আলমগীর, আবু জফর মেম্বার, পাশাপাশি বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। ধনের শীষ প্রতিক নিয়ে ২০০১ আবার নির্বাচিত হলেন এম. এ জিন্নাহ। বর্তমানে জিন্নাহর বয়স প্রায় ৮০/৮৫ বছর বয়স হয়ে গেছে। এই বয়সে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। ২০০৮ এর নির্বাচন অতিথি পাখির মতো শিল্পপতি কামাল উদ্দিন চৌধুরী আসলে ভালো একটা লড়াই করে দল থেকে বিদায় নিলেন, কারণ তিনিও বয়সের ভারে ঘরে থাকেন। ২০১৯ এ ভুল করে বিএনপি নুরুল আমি চেয়ারম্যান কে নমিনেশন দিলেও খুঁজে পাওয়া যায়নি তাকে মিরসরাই এর কোন প্রান্তে। নুরুল আমিন চেয়ারম্যান নমিনেশন দিয়ে ঢাকা থেকে আর বাড়ি যায়নি। তাহলে স্বাভাভিকত বুঝতেই পারছেন মিরসরাই থানার বিএনপি এবং নতুন প্রজন্মের অবস্থান কোথায়। থানার বিভিন্ন প্রান্তে কর্মীদের ক্ষোভের কথা জানতে পারি এভাবে- ছলিম উদ্দিন বলেন, বর্তমান উত্তর জেলা কমিটিতে যেখানে ৯০ এর ছাত্রনেতা মাইন উদ্দিন মহমুদ লিটন, ২০০১ পরবর্তী ছাত্রদলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, আবু জফর মেম্বাররা নেই সেই কমিটি দ্বারা উত্তর জেলা বিএনপির হারানো গৌরবকে ফিরিয়ে আনা বড় দুষ্কর হবে। সাবেক ছাত্রনেতা বর্তমান স্বেচ্ছাসেবক দলের উত্তর জেলা সভাপতি- সরোয়ার উদ্দিন সেলিমরাই নতুন প্রজন্মের সাথে সম্পৃক্ত এবং মিরসরাই মাটি ও মনুষের সাথে যাদের নাড়ীর টান তদেরকে উত্তর জেলা কমিটিতে সদস্য করার মাধ্যেমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত দেশনেত্রী বেগম খালেদাজিয়ার এই মিরাসরাই এর রাজনীতি এবং জাতীয়তাবাদের আদর্শকে পুঃনপ্রতিষ্ঠিত করতে এক মাত্র তারাই পারেন। শুকুর আলী বলেন, ৯০ এর পরবর্তী ছাত্রদলের, যুবদলের কর্মীদের নিয়ে কমিটি সাজালে মিরাসরাই বিএনপির হারানো গৌরব ফিরে আসতে পারে। এবং নতুন প্রজন্ম ও তৃণমূল কর্মীরা তাই মনে করছেন। আজগর আলী বলেন, মিরসরাই পিএনপির ইহিতাস ঐতিহ্য জিয়াউর রহমান , বেগম খালেদা জিয়ার দূর্গে গড়া, ধানের শীষের লাখো জনতার মিরসারাইকে পূঃনউদ্ধার করতে ৯০ থেকে ২০০১ এর ছাত্রনেতাদের উত্তর জেলা কমিটিতে সম্পৃক্ত করার মাধ্যেমেই সম্ভব, অন্যথায় কেন্দ্রীয় নেতাদের আজ্ঞতার শ্বিকার হয়ে ধানের শীষ নতুন প্রজন্মকে মিরসারাই থেকে হারাবে। কলিম উদ্দিনের কথা, মিরসরাই থানাতে দির্ঘদিন রাতের অতিথি পাখিদের নমিনেশন দিয়ে বিএনপির ভোট ব্যাংককে ধ্বংশ করেছেন। আর নয় এখনও সময় আছে রাজনীতি করে এমন একজন কে নৃতৃত্বে আনুন। সে হতে পারে ছাত্র নেতা, হতে পারে যুব নেতা বা স্বেচ্ছসেবক দলের নেতা বা নতুন প্রজন্মের আইডল কেউ। তবে রজনীতিবিদ হতে হবে এমন লোককে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই বিএনপির ও উত্তর জেলা বিএনপিতে মনোনিত করুন। দীর্ঘদিন মিরসরাই থানাতে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের গঠনমূলক কমিটি না হওয়ার করণে এবং কেন্দ্রীয় বিএসপির কর্মসূচি পালন না করার কারণে নতুন প্রজন্ম গড়ে উঠতে পারছে না। বিশেষ করে উত্তর জেলা বিএনপির নতুন কমিটির কাছে নতুন প্রজন্মের আশা ছিল, “৩০ ডিসেম্বরের গণতন্ত্র হত্যা দিবস” পালন করবে। কিন্তু “৩০ ডিসেম্বরের গণতন্ত্র হত্যা দিবস” পলন না হওয়াতে নতুন প্রজন্মের আশায় গুড়ে বালি। ( সংবাদ বিজ্ঞপ্তি )

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here