রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মশালার আয়োজন

0
159
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শিক্ষার মানোন্নয়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে ১৩টি শতবর্ষী সরকারি কলেজ নিয়ে ১ ডিসেম্বর রাজশাহী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন। কর্মশালায় সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
১৩টি শতবর্ষী কলেজ হচ্ছে- রাজশাহী কলেজ, চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল, মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট, এডওয়ার্ড কলেজ, পাবনা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, খুলনা, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ, কারমাইকেল কলেজ, রংপুর, সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ, বাগেরহাট, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। জাতীয় বিশ^বিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তা, অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, মাউশির মহাপরিচালক ও ১৩টি শতবর্ষী কলেজের অধ্যক্ষসহ অনেকেই কর্মশালায় উপস্থিত থাকবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here