রায়পুরার ২২১নং দলিল লেখক মিলন মিয়া সাময়িক বরখাস্ত

0
116
728×90 Banner

হলধর দাস,নরসিংদী থেকে : বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায়পুরা সাব-রেজিস্ট্রি অফিসের অধীন দলিল লেখক(সনদ নং ২২১) মিলন মিয়ার দলিল লেখার সনদ সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ, দলিল লেখক মিলন মিয়া ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর জনৈক মোসাঃ সামসুন্নাহার বেগম এর রেজিস্ট্রিকৃত ৮৬৭৫ নং দলিলের জমি আত্মসাৎ করার উদ্দেশ্যে চৌহদ্দী মুছে সেস্থলে ২০২০ সালের ২৬ জানুয়ারি মোঃ ইউসুফ ভূইয়ার নামে ৮৫০/২০ নং দলিল রেজিস্ট্রি করে।
এব্যাপারে সামসুন্নাহারের পুত্র মোঃ সোহরাব উদ্দিন ভূইয়া বাদী হয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিবন্ধন মহা-পরির্শক(আইজিআর) বরাবর অভিযোগ দাখিল করে। বিষয়টি নিয়ে স্থানীয় বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সংবাদের প্রকাশের জেলাব্যাপী সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রায়পুরা সাব-রেজিস্ট্রার কর্তৃক তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমানিত হওয়ায় নিবন্ধন মহা-পরির্শক(আইজিআর)এর নির্দেশে নিবন্ধন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় রেজিস্ট্রি অফিস সমূহের পরিদর্শক শেখ মোঃ আনোয়ারুল হক গত ২২/১১/২০২০ ইং তারিখে নিঅ/রেজিঃশাখাঃ-৪(ঢাঃবি)/৩৭৪ নং স্মারকে স্বাক্ষরিত চিঠিতে রায়পুরা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোঃ মিলন মিয়া(সনদ নং২২১) এর দলিল লেখার সনদ সাময়িক বরখাস্ত করা হয়।
এব্যাপারে সোমবার(৭/১২/২০২০) জেলা রেজিস্ট্রার আবুল কালাম মোঃ মঞ্জুরুল ইসলাম এঁর সাথে যোগযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে তার বিরুদ্ধে আরো তদন্তের কথা উল্লেখ করেন।
এছাড়া, রায়পুরার সাব-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল ইমাম এঁর সাথে যোগোযোগ করলে তিনি জানান মিলন মিয়াকে সাময়িক বরখাস্ত করায় তাকে এখন আর কোন দলিল রেজিস্ট্রি করতে দেয়া হবে না।
উল্লেখ্য, সাময়িক বরখাস্ত হওয়া মিলন মিয়ার বিরুদ্ধে জেলা রেজিস্ট্রার,নরসিংদী’র ০৮/১১/২০২০ইং তারিখের ১০৪৫ নং স্মারকাদেশে একই অফিসে ৮৫০/২০নং দলিল জালিয়াতি পূর্বক দলিল সৃজনের অভিযোগের প্রেক্ষিতে গত ৩/১২/২০২০ তারিখে আরেকটি তদন্তের শুনানি অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here