রায়পুরের চর আবাবিলে কালভার্টের রেলিং ভাঙায় ঝুঁকিতে পথচারী ও যানবাহন

0
166
728×90 Banner

মো:শাহজালাল দেওয়ান,রায়পুর (লক্ষীপুর) থেকেঃ লক্ষীপুরের রায়পুর ব্যস্ততম সড়কের কালভার্টের রেলিং ভেঙে পড়েছে। এক পাশের রেলিং ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে স্থানীয় যানবাহন ও মানুষজন চলাচল করছেন। এমনই চিত্র পাওয়া গেছে লক্ষীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের ১নং ওয়াডে খালের ওপর নির্মিত একটি কালভার্টের দৃশ্যে। সূত্রে জানা যায়, কালভার্টটি দীর্ঘ ৫ বছর ধরে জরাজীর্ণ হয়ে মানুষ মারার ফাঁদে পরিণত হলেও মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ,ফলে আজ সোমবার সকালে কালভার্টের এক পাসের রেলিংটি ভেঙ্গে খালে পড়ে যায়। এতে ওই এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ প্রায় ৬ হাজার জনসাধারণ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন এ কালভার্টটি। স্থানীয়র বাসিন্দা আলমগীর জমাদার ও লিটন মুতাইত জানান, ওই ব্রিজটি প্রায় ৩৫ বছর আগে চেয়ারম্যান মফিজুর রহমান সর্দারের আমলে নির্মিত হয়েছে দীর্ঘদিন সংস্কার না করায় ব্রিজটি জরাজীর্ণ হয়ে চলাচলা অনুপযোগী হয়ে পড়ছে। প্রতিদিন ওই ব্রিজ দিয়ে চাঁদপুরের হাইমচর,চর ভৈরবী,চর ভাঙ্গা ও আলগীবাজারের লোকজন ও জানবাহন চলাচল এবং লক্ষীপুরের হায়দরগঞ্জ, ঝাউডগি কেম্পের হাট ও দিঘলদী এলাকার লোকজন এ ব্রীজটি দিয়ে যাতায়াত করে। কোমলমতি শিক্ষার্থী, নারী, বৃদ্ধরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করলেও দেখার যেন কেউ নেই। স্থানীয়রা আরো জানান, কালভার্টটির রেলিং ভেঙ্গে যাওয়াতে যানবাহন খালে পড়ে যাওয়ার আশংকা রয়েছে, যেকোন মুহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
দীর্ঘদিনের পুরাতন এ কালভার্টটিকে সংস্কার না করায় স্থানীয়দের ক্ষোভের শেষ নেই। নির্বাচন এলে প্রতিযোগীরা প্রতিশ্রুতি দিলেও পরে পাস করে কোনো খোঁজ-খবর রাখেন না এই এলাকার জনপ্রতিনিধিরা। ১ নং ওয়ার্ডের চর আবাবিল,ঝাউডগি ও উত্তর পাড়া বগুলা গ্রামের শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত ও গ্রামের সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র পথ এ কালভার্টটি পুনঃনির্মাণের দাবি জানান তারা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here