রোহিঙ্গাদের জন্য ৩০৪ কোটি টাকা দিচ্ছে ইইউ

0
155
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের সহায়তায় ৩০৪ কোটি টাকা (৩২ মিলিয়ন ইউরো) দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সহায়তার ঘোষণা আসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে প্রায় ১১৪ কোটি টাকা ব্যয় হবে রোহিঙ্গা শরণার্থী শিবির ও ওই এলাকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায়। আর বাকি ১৯০ কোটি টাকা খরচ হবে রোহিঙ্গা ও স্থানীয়দের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, পানি, পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন কাজে। ১৯০ কোটি টাকার প্রায় সাড়ে ৯ কোটি টাকা মিয়ানমারের সঙ্গে আন্তঃসীমান্তে কাজ করায় বিভিন্ন সংস্থার উদ্যোগের পেছনে খরচ করা হবে বলে জানিয়েছে ইইউ। ইইউ রাষ্ট্রদূত রেনজি টিরিংককে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ যে বদান্যতা ও মানবিকতা দেখিয়েছে, তাতে অংশগ্রহণের জন্য এই ৩২ মিলিয়ন ডলারের অনুদান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here