”র্হুরে স্কুল মিনি হ্যান্ডবল টুর্নামেন্ট ২০১৯” এর ফাইনাল শনিবার 

0
242
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যব¯হাপনায় এবং প্রাণ কনফেকশনারী এর পৃষ্ঠপোষকতায় শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী ষ্টেডিয়ামে ”র্হুরে স্কুল মিনি হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০১৯- পাওয়ার্ড বাই প্রাণ বাবল গাম”এর বালিকা বিভাগের ফাইনাল খেলা আগামীকাল ৬ এপ্রিল দুপুর ০১:০০টায় এবং বালক বিভাগের ফাইনাল খেলা দুপুর ২.০০টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ মহাসচিব আশিকুর রহমান মিকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার প্রদান করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মো: ওমর ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
আজকের খেলার ফলাফল :

কোয়াটার ফাইনাল


বালক বিভাগ
সানিডেল ০৯-০২ গোলে বি.এ.এফ শাহীন স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
কদমতলা পুর্ব বাসাবো স্কুল ১৯-০০ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে পরাজিত করে।
স্কলাস্টিকা (উওরা) ১১-০৭ গোলে হীড ইন্টারন্যাশনালকে পরাজিত করে।
আইডিয়াল স্কুল এন্ড কলেজ ১২-০৩ গোলে স্কলাস্টিকা (মিরপুর) কে পরাজিত কে করে।
বালিকা বিভাগ
সানিডেল ১৯-০১ গোলে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুলকে পরাজিত করে।
স্কলাস্টিকা (উওরা) ০৪-০০ গোলে হীড ইন্টারন্যাশনালকে পরাজিত করে।
শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ ০৭-০০ গোলে হীড ইন্টারন্যাশনালকে পরাজিত করে।
মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ০৪-০১ গোলে ভকিারুন-নসিা নুন স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
আগামীকাল শনিবার বালিকা বিভাগে সকাল ৮:০০টায় ১ম সেমিফাইনাল সানিডেল বনাম মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সকাল ৮: ৪৫টায় ২য় সেমিফাইনাল স্কলাস্টিকা (উওরা) বনাম শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ ।
বালক বিভাগে সকাল ৯:৩০টায় ১ম সেমিফাইনাল সানিডেল বনাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং ২য় সেমিফাইনাল কদমতলা পুর্ব বাসাবো স্কুল বনাম স্কলাস্টিকা (উওরা)।
বালিকা বিভাগের ৩য়/৪র্থ স্থান নির্ধারনী খেলা অনুষ্ঠীত হবে দুপুর ১১:০০ টায় এবং বালক বিভাগের ৩য়/৪র্থ স্থান নির্ধারনী খেলা দুপুর ১১:৪৫ টায়।
আগামীকাল শনিবার দুপুর ০১:০০টায় বালিকা এবং দুপুর ২.০০টায় বালক বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here