লালবাগ ও তেজগাঁও থেকে কিশোর গ্যাং আকাশ ও ‘সামী গ্রুপের ১৮ সদস্য গ্রেফতার

0
87
728×90 Banner

এস, এম, মনির হোসেন জীবন – রাজধানীর লালবাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ১৮ সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।
অভিযানকালে তাদের নিকট থেকে ১০টি ছুরি, ৩টি ড্যাগার, ২টি ক্ষুর, ২টি এন্টিকাটার ব্লেড, ২টি তালা ভাঙ্গার যন্ত্র, ২টি গ্রীল কাটার যন্ত্র এবং ৮টি মোবাইল উদ্ধার মুলে জব্দ করা হয়।
এদিকে, র‌্যাব জানিয়েছেন, আটককৃতরা স্হানীয় কিশোর গ্যাং গ্রুপ- ‘আকাশ গ্রুপ’ এবং ‘সামী গ্রুপ’ এর সদস্য।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এর এএসপি (মিডিয়া) মো, ফজলুল হক
বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে
র‌্যাব-২ এর আভিযানিক দল বুধবার দিবাগত রাত ১০ টা থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১ টা পর্যন্ত রাজধানীর লালবাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে কিশোর গ্যাং এর ১৮ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব-২ সূএে জানা যায়, গ্রেফতারকৃতরা হচ্ছে -মোঃ আকাশ (২৭), পিতা- মোঃ ওসমান গনি, বরিশাল, ফয়সাল মাহমুদ (২৬), পিতা- মোঃ হানিফ মিয়া, জেলা- শরিয়তপুর, মোঃ ইমরান (১৯), পিতা- আব্দুর রহিম, জামালপুর, মোঃ মিরাজুল করিম (২৩), পিতা- আব্দুল মোতালেব, জেলা- শরিয়তপুর, মামুনুর রশিদ চৌধুরী ওরফে জনি (৩০), পিতা- মৃত এম এ তাহের চৌধুরী, হবিগঞ্জ, ফারহান আহমেদ (২৩), পিতা- মৃত সালাউদ্দিন, ঢাকা, মোঃ আল আমিন (২৬), পিতা- আলি আকবর, জেলা- মুন্সীগঞ্জ, মাসুদ রানা ওরফে রাজ (২৪), পিতা- মোসলেম মোল্লা, ঢাকা, মোঃ নাহিদ (১৮), পিতা- মোঃ নিজাম উদ্দিন, জেলা- বরিশাল, মোঃ শান্ত (১৮), পিতা- মোঃ তুন্নু মাতব্বর, ফরিদপুর, মোঃ রাব্বি আল মামুন (২৩), পিতা- মোঃ জালাল বেপারী, জেলা- মুন্সিগঞ্জ, মোঃ ফেরদৌস (১৮), পিতা- মোঃ কুদ্দুস তালুকদার, ঢাকা, মো ঃ সামি (১২), পিতা- মোঃ মনির হোসেন, জেলা- শেরপুর, মোঃ সাগর (১৩), পিতা- মোঃ জলিল, জেলা- নরসিংদী, মোঃ আশিকুল ইসলাম (১২), পিতা- শাহীন আলম, জেলা- মাদারীপুর, মোঃ আলভি (১৪), পিতা- মোঃ আফজাল, জেলা- ঢাকা, মোঃ শান্ত (১৩), পিতা- মোঃ জুয়েল, জেলা- ময়মনসিংহ, এবং মোঃ নয়ন (১৩), পিতা- মোঃ খোকন, জেলা-ঢাকা।
এসময় তাদের নিকট থেকে ১০টি ছুরি, ৩টি ড্যাগার, ২টি ক্ষুর, ২টি এন্টিকাটার ব্লেড, ২টি তালা ভাঙ্গার যন্ত্র, ২টি গ্রীল কাটার যন্ত্র এবং ৮টি মোবাইল উদ্ধার মুলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত এ কিশোর অপরাধীরা স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং গ্রুপ- ‘আকাশ গ্রুপ’ এবং ‘সামী গ্রুপ’ এর সদস্য।
গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত।
র‌্যাব আরও জানান, গ্রেফতারকৃতরা টিকটক, লাইকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ার/তৈরির মাধ্যমে ভাইরাল হওয়াসহ বিভিন্ন বয়সী নারীদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের মত নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত আছে বলে স্বীকার করে।
এছাড়া প্রায় তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। তারা নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাং এর সাথে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও জড়াতো।
এবিষয়ে ধৃত কিশোর অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here