শাহজাদপুরে কৃষক পর্যায়ে ন্যায্যমুল্যে ধান ক্রয় শুরু

0
196
728×90 Banner

আবির হোসাইন শাহিন: সারাদেশের ন্যায় শাহজাদপুরে প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্যমুল্যে ধান সংগ্রহ শুরু হয়েছে।সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারি মুল্যে গাড়াদহ ইউনিয়নের তালগাছি হাট হতে আজ রবিবার ধান ক্রয় করলেন উপজেলা ধান সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁন।
এ সময় ইউনিয়নের ৩৩ জন কৃষকের নিকট থেকে ১ মেট্রিক টন কওে সরকারী মুল্যে ২৬ টাকা কেজি দওে ৩৩ মেট্রিক টন ধান কেনা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ ইয়াছিন আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শাহজাদপুর ও বাঘাবাড়ি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুবআলী ও শফিউর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁন বলেন, এ সপ্তাহে কায়েমপুর, পোতাজিয়া, নরিনা ও কৈজুরি ইউনিয়নসহ প্রতিটি ইউনিয়নে গিয়ে প্রকৃত কৃষকের নিকট থেকে পর্যায় ক্রমে সরকারী মুল্যে ধান ক্রয় করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here