বিল গেটস ২১৮ বছরে নিঃস্ব হবেন

0
156
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যদি প্রতিদিন ৮ কোটি টাকা খরচ করেন, তবে তার সমস্ত অর্থ ফুরোতে সময় লাগবে ২১৮ বছর। এমন তথ্য উঠে এসেছে অক্সফামের এক গবেষণায়। যা প্রকাশ করেছে গার্ডিয়ান। বিল গেটসের বর্তমান অর্থ সম্পদের পরিমাণ ৭৯ বিলিয়ন ডলার। অন্যদিকে বিশ্বের আরেক শীর্ষ ধনী মেক্সিকান ব্যবসায়ী কার্সোল ¯িøমের সময় লাগবে ২২০ বছর। বিনিয়োগের এ হারে খরচ করতে থাকলে ১৬৯ বছরে শূন্য হবে তার ব্যাংক অ্যাকাউন্ট। তবে এসব অদ্ভুত হিসাব বিলিয়নেয়ারদের ক্ষেত্রেই করা যায়। আর বিশ্বে বিগত অর্থনৈতিক মন্দার পর বিলিয়নেয়ারের সংখ্যা দ্বিগুণ হয়েছে। অক্সফাম বলছে, ২০০৯ সালে মার্চে ৭৯৩ জন বিলিয়নেয়ারের সংখ্যাটি ২০১৪ সালের মধ্যে ১৬৪৫ জনে দাঁড়ায়। এই বিলিয়নেয়াররা তাদের মোট অর্থের ৫.৩ শতাংশ পরিমাণ প্রতিদিন ইন্টারেস্ট হিসাবেই পান। এই হারে বিল গেটস প্রতিদিন ১১.৫ মিলিয়ন ডলার কেবল ইন্টারেস্ট থেকেই আয় করেন। প্রসঙ্গত, ২০১৭ সালে অক্সফামেরই আরেক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের শীর্ষ আট ধনীর যে সম্পদ আছে, তা বিশ্বের অর্ধেক মানুষের হাতে থাকা সম্পদের সমান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here