শিক্ষা ছাড়া কোন জাতি বড় হতে পারে না

0
206
728×90 Banner

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : শিক্ষা ছাড়া কোন জাতি বড় হতে পারে না ,আমি সবসময় বিশ্বাস করি কোন জনপদের উন্নতি নির্ভর সেই এলাকার শিক্ষার উপর । শিক্ষা দিক্ষায় যদি কোন জনপদ অগ্রসর থাকে অর্থ সম্পাদ বা টাকা পয়সা বিদেশ থেকে ইনকাম পাঠাক না কেন এলাকায় উন্নতি হবে না । সেই জনপদকে উন্নত জনপদ বলা যাবে না।আমরা জানি মধ্যপ্রাচ্যে এমন অনেক দেশ আছে যারা অর্থবিত্তে প্রচুর ধন সম্পদের মালিক। কিন্তু তাদের কেউ উন্নত দেশ বলে না, আমরাও বলি না,আমরা বলি ধনী দেশ। বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গড়তে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসনা শিক্ষা খাতের উপর অনেক গুরুত্ব দিয়েছেন। দেশের বাজেটের অধিকাংশ অর্থই শিক্ষা খাতে বরাদ্ব রেখেছেন। ২০৪১ সালের মধ্যে বাংলদেশেকে একটি উন্নত রাষ্ট্রের যে স্বপ্ন মাননীয় প্রধান মন্ত্রী দেখছেন সেটি তোমরা যারা আজকের শিক্ষার্থী তাদের উপর নির্ভর করে। তোমরা যে যত উচ্চ শিক্ষিত হবে, রাষ্ট্র তত উন্নত হবে। তোমরাই আগামীদিনের রাষ্ট্রের চালক হবে। সোনার দেশের সোনার ছেলে মেয়েরা উন্নত সোনার বাংলা গড়বে এটাই আমাদের চাওয়া আশা ভরসা। গতকাল শনিবার(১৪/০৩) ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লী গ্রামে ইউনিক মডেল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের বার্ষিক সাংস্কৃতিক প্রধান অতিথি বক্তব্য স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল এসব কথা বলেন। এর পুর্বে প্রধান অতিথি বাঙ্গরা ও সলিমগঞ্জ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ইউনিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা মো. খবির উদ্দিনের সভাপতিত্বে অফিসার ইনচার্জ রনোজিত রায়, শ্যামগ্রাম মোহীনি কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহম্মেদ, ইউনিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা, প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলাম লিটন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here