শিক্ষা প্রতিষ্ঠান,মানুষত্ব ও বিবেক

0
693
728×90 Banner

আহসান উল্লাহ টুটুল: ২০১৯ সালে যারা এইচ এস সি বা সমমানের পরীক্ষায় পাস করেছেন তার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করছেন, প্রায় প্রতিটি ভর্তির জন্য জনপ্রতি কমবেশি ১,০০০ টাকা, কোন ছাত্র সমগ্র দেশের একযোগে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ২০টিতে আবেদন করলে এভারেজে ২০,০০০ টাকা দরকার, দরিদ্র মধ্যবিত্ত পরিবার এই টাকা অনেক কষ্ট করে জোগাড় করে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই কষ্টার্জিত টাকা শিক্ষা প্রতিষ্ঠান কে পাঠায়
সমগ্র দেশের বিভিন্ন স্থান থেকে ভর্তি পরীক্ষার দিন নিদৃষ্ট কলেজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন, শিক্ষার্থী নিয়ে অভিভাবক,
শিক্ষার্থী হলে প্রবেশ করার পর অভিভাবকরা বাহিরে অপেক্ষা করেন, কিন্তু বাহিরে অপেক্ষমাণ অভিভাবকদের ভোগান্তির কথা প্রতিষ্ঠান এক সেকেন্ডের জন্যও ভাবে না, যাদের রক্তের বিনিময়ে আয় করা টাকা নিয়ে প্রতিষ্ঠান ভবিষ্যৎ তহবিল মজবুত করছেন, আর তারা রাস্তায় ভোগান্তির মধ্যে – বিশেষ করে মহিলারা। বাস্তব_চিত্রঃ (২৫/০৯) ঢাকার অদূরে সাভারে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, শত শত পুরুষ মহিলা অভিভাবক রাস্তায়, হটাত মুষল ধারে বৃষ্টি সবাই ভিছছে কেউ কেউ ভ্রাম্যমাণ দোকানের পলিথিনের নিচে আশ্রয় নেয় – গাদা গাদি অবস্থা – অভিভাবকগন কর্তব্য রত স্কাউট সদস্যদের অনুরধ করে ভবনের নিচ তলায় একটু আশ্রয় দিতে, পরীক্ষা ত ভবনের নিচ তলায় হচ্ছে না – কিন্তু অনুমতি মিললো না,
অনেক অভিভাবক দূর দূরান্ত থেকে ৩/৪/৫ ঘণ্টার বিশাল জ্যাম অতিক্রম করে কেন্দ্রে পৌঁছায় , আবার ফেরার পথে ৫/৬ ঘণ্টার জ্যাম আর জার্নি – কিন্তু সেখানে কোন টয়লেটের ব্যবস্থা নাই পুরুষ অভিভাবকরা হয়ত রাস্তায় বা আসেপাসেই …………আর মহিলারা? শুধু মাত্র কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বাসে উঠে কেন্দ্রের সামনে থেকে বাসে উঠে আবদুল্লাহ আসতে সময় নিয়েছে ৫ ঘণ্টার বেশি !!!!!!
শএই সব শিক্ষা প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন – তাদের নুন্নতম কমন্সেন্সও নেই, এদের থেকে শিক্ষার্থীরা কি শিখবে ? আর এদের থেকে শিক্ষা গ্রহন করে সেইসব শিক্ষার্থী রা দেশেকে কি দিবেন? জাতিকে কি দিবেন ??

আহসান উল্লাহ টুটুল
ফেসবুক / tutul1234

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here