শিল্পকলায় প্রয়াত পাওশি’র গানের এ্যালবামের মোড়ক উন্মোচন

0
205
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: কণ্ঠশিল্পী বৈশাখী ইবনাত পাওশির একক গানের “কতফুল ঝরে গেছে” শীর্ষক এলবাম প্রকাশনা উৎসব গত ৫ এপ্রিল, ২০১৯ তারিখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য জনাব মোর জাকির হোসেন আকন্দ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী  খায়রুল আনাম শাকিল, সংগীতজ্ঞ বাবু অনিল কুমার সাহা, নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক ভুইজ্ঞা, সরকার ও সঙ্গীত পরিচালক মিজ নাইলা বারি।
বিপুল সম্ভাবনাময়ী এই শিল্পী গত ৭ মে ২০১৫ তারিখে ৩০ বছর বয়সে শিল্পী সত্তা পুর্ণ বিকাশের পূর্বেই পরলোকগমন করেন। তার গাওয়া এলবামের গানগুলো রেকর্ড করে রেখে যান। শেখ সাদী খানের সুরে গাওয়া এলবামের ১২টি গান অনুষ্ঠানে বাজানো হয়। তার সুমিষ্ট ও আবেগী কণ্ঠে গাওয়া গান উপস্থিত শ্রোতাদের মন ছুঁয়ে যায়। তার বাবা নজরুল ইসলাম সরকার এবং মা মমতাজ বেগমের আগ্রহে এগুলো প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিল্পীর স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের সভাপতি লিয়াকত আলী লাকী প্রয়াত শিল্পীর ডায়েরির লেখা থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি উন্নত মনের মানুষ ছিলেন। সংগীত ও জীবন সম্পর্কে তার ভাবনা ছিল স্বচ্ছ ও গঠনমূলক যা বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য দিক নির্দেশনামূলক হতে পারে। উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, খান আসিফুর রহমান আগুন প্রমুখ শিল্পীগন। অনুষ্ঠানে জানানো হয় তার বাবা মা পাওশির নামে মেধাবী শিল্পীদের জন্য পুরস্কার প্রবর্তন করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here