শুভ সংঘের উদ্যাগে চর রান্ধনী বাড়ি বন্যার্তদের শুকনো খাবার বিতরন

0
344
728×90 Banner

আবির হোসাইন শাহিন: শুভ কাজে সবার পাশে এই প্রাতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ বেলকুচি রান্ধনীবাড়ি চরাঞ্চলে ৪০ টি হতদরিদ্র পরিবারকে শুকনো খাবার বিতরণ করেছেন কালের কণ্ঠ শুভ সংঘ বেলকুচি উপজেলা শাখা।
২৪ জুলাই রোজ শুক্রবার সকাল ১১ টায় চর রান্ধনী বাড়ী এলাকায় ত্রান কার্যক্রম বিতরণ করা হয়।
ত্রান উপকরণ এর মধ্যে ছিল মুড়ি, চিড়া,চিনি,টোস্ট বিস্কুট ও খাবার স্য্যালাইন।
উল্লেখ্য করোনার মহামারীর মধ্যে নতুন করে জন জীবনে হানা দিয়েছে বন্যা।বেশি বিপাকে পড়েছে চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ। সিরাজগঞ্জ বেলকুচির রাজাপুর ইউনিয়নের বঞ্চিত জনগোষ্ঠী চর রান্ধনি বাড়ির ১ নং ওয়ার্ড এর নিম্ন আয়ের মানুষগুলো। বন্যায় তাদের নেই থাকার অবস্থা জুটে না এক মুঠো খাবার।এই দুর্যোগকালীন সময়ে খাবার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।
এ বিষয়ে কালেরকন্ঠ শুভসংঘ বেলকুচি উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি সাংবাদিক আবির হোসাইন শাহিন বলেন,
বেলকুচি উপজেলা শাখার সকল সদস্য কে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ত্রান কার্যক্রম সফল করার জন্য । শুভ সংঘ বেলকুচি শাখা
বেলকুচিবাসীর শুভ ও কল্যাণমুলক কাজে সব সময় পাশে থাকবে।
উল্লেখ্য কালেরকন্ঠ শুভলসংঘ বেলকুচি শাখার আজকের কার্যক্রমে উপস্থিত ছিলেন, সভাপতি আবির হোসাইন শাহিন, সাধনারন সম্পাদক শাকিল আহমেদ শুভ,সহ-সভাপতি হাফিজুর রহমান
সাংগঠনিক সম্পাদক নাসিম আহমেদ,দপ্তর সম্পাদক -মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাসুদ রানা, প্রচার সম্পাদক আজমীর ইসলাম সাদ ,কোষাধ্যক্ষ- আলমগীর হোসেন,নারী বিষয়ক সম্পাদক – ঝরণা পারভীন বিউটি, কার্যকরী সদস্য মীম সহ বেলকুচি উপজেলার কালের কণ্ঠ শুভ সংঘের সকল সদস্যবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here