শেকড় সন্ধানী লেখক ও গবেষক সরকার আবুল কালাম স্মরণে সভা

0
125
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : শেকড় সন্ধানী লেখক ও গবেষক সরকার আবুল কালাম স্মরণে গতকাল রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামে প্রফেসর ড. মনিরুজ্জামানের বাড়ীতে স্থাপিত আদিয়াবাদ সাহিত্য ভবন ও ভাষাতত্ত্ব কেন্দ্রে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিএসসি’র প্রশাসনিক কর্মকর্তা মো: ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে সভায় প্রয়াত সরকার আবুল কালম- এর জীবনীর উপর মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রধান ও নরসিংদী শেখ রাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবায়ক প্রফেসর ড. মনিরুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিয়াবাদ সরকারী ইসলামী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: নূর শাখাওয়াত হোসেন মিয়া। বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক নিবারণ রায়, মরহুম সরকার আবুল কালামের পুত্র মো: নাসিম, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সাহিত্যিক ও লেখক মো: ওসিউদ্দিন, আদিয়াবাদ সরকারী ইসলামী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক সীমারানী রায়, অধ্যাপক সেলিম, আদিয়াবাদ আরমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মালেক, সাংবাদিক প্রীতিরঞ্জন সাহা প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here