শ্রীপুরে পরিবেশ দূষণ অভিযানে সালভো কেমিক্যালকে ৩ লক্ষ টাকা জরিমানা

0
185
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ বৃহস্পতিবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয় । উক্ত অভিযানে দক্ষিণ ধনুয়া, নয়নপুর, শ্রীপুর, গাজীপুর এ অবস্থিত সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কে লবলং খাল দখল ও দূষণ করায় ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক সম্পূর্ণ আদায় করা হয়। এবং নদীর অবৈধ দখলকৃত অংশ আগামী তিন মাসের মধ্যে ছেড়ে দিয়ে লবলং খাল পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়ে এসিল্যান্ডের প্রত্যায়ন পত্রপত্র দাখিল করতে বলা হয়েছে।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শেখ মোজাহীদ। আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন গাজীপুর আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।
লবলং খালসহ গাজীপুর জেলার সকল নদী ও খাল রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here