শ্রীপুর ডার্ড কম্পোজিট কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

0
240
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকায় সলিড বর্জ্যসহ দূষিত পানি পার্শ্ববর্তী খালে নিষ্কাশনের মাধ্যমে খাল ভরাট ও খালের পানি চরমভাবে দূষণ করার অপরাধে ‘ডার্ড কম্পোজিট’ ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন মোবাইল কোট পরিচালনা করে এ জরিমানা করেন।
এসময় কারখানাকে বর্জ্য পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের জন্য ৬ মাসের আল্টিমেটাম দেয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অধীন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উল্লেখ্য, ফ্যাক্টরিটির দ্বারা নদী দূষণের বিচার চেয়ে ইতোপূর্বে স্কুলের ছাত্র ছাত্রীরা মানব বন্ধন করেছে, আর সরেজমিনে সেখানে গেলে, দূষিত পানির প্রভাবে উক্ত খাল সংলগ্ন এলাকায় কোন ফসল হচ্ছেনা দেখা গেছে এবং কৃষকরাও এ ব্যাপারে অভিযোগ করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here