সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

0
130
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): আজ শুক্রবার সকাল ১১.টায় সাভারের নাবালিকা ছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব শারদায়ী দুর্গাপূজায় ০৩(তিন) দিনের সরকারী ছুটিসহ সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ হিন্দু পরিষদের আয়োজনে সারাদেশে ৫৮টি জেলায় ও উপজেলাসহ ঢাকাস্থ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দীপংকর শিকদার দীপুর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের মান্যবর উপদেষ্টা সুবীর কান্তি সাহা, সাধারণ সম্পাদক সাজন কুমার, মুখপাত্র এড. সুমন কুমার রায়, সাংবাদিক অশোক ধর, এ্যাড. বাসুদেব গুহ, নমিতা বিশ্বাস, অনিমা দাস, ভূপতি দাস, লিটু মজুমদার, জয়দেব, শ্যামল দাস, মিন্টু দাস, রবিন দাস, দিপু দাস, এ্যাড. দুর্জয় দে, লিটন কৃষ্ণ দাস, বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সভাপতি গোপাল কর্মকার, সাধারন সম্পাদক অমিত ভৌমিক, জনি দাস, সুদীপ্ত দে, নীলয় সাহা, রাজা, রাসেল, শ্রান্ত, সোহাগ, সুমন রায় শিশির, প্রশান্ত, অঙ্কুর ঘোষ, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের শুভ, শভংকর, সুবাষ, জ্যাক সহ অঙ্গ-সংগঠনের সর্বশ্রেণীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
সভাপতি দীপংকর শিকদার দীপু তাঁর বক্তব্যে সাভারের নাবালিকা ছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব শারদায়ী দুর্গাপূজায় ০৩(তিন) দিনের সরকারী ছুটিসহ সরকারের নির্বাচনী ইশতেহার মোতাবেক সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবী জানান, সেই সাথে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চলমান সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও প্রকৃত দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র বলেন, বিশে^র অন্যান্য রাষ্ট্রের ন্যায় সংখ্যালঘুরা যেন নিরাপদভাবে বসবাস করতে পারে সেই দিকে সরকারকে দৃঢ় দৃষ্টি রাখতে সবিনয় অনুরোধ জানান, সাভারের নাবালিকা ছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এবং মিথ্যা ধর্মীয় উস্কানিমূলক মামলা থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে হয়রানি না করারও দাবী জানায়।
মুখপাত্র সুমন কুমার রায় তাঁর বক্তব্য সাভারের নাবালিকা ছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী, বিভিন্ন স্থানে বাড়ীঘর, মঠ মন্দির ভাংচুর, শ্মশান বেদখল, দেশত্যাগে ভয়ভীতি প্রদর্শনের আইনগত ব্যবস্থা নিশ্চিতসহ বিভিন্ন স্থানে ধর্মীয় মিথ্যা মামলায় হিন্দু সম্প্রদয়ের নিরীহ জনগোষ্ঠীকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসিয়ে যে চলমান নির্যাতন চলছে তা অনতিবিলম্বে বন্ধ করা আহবান জানান।
অন্যান্য বক্তারাও সরকার ও প্রশাসনকে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সজাগ দৃষ্টি রেখে চলমান সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্ন নির্যাতন বন্ধ ও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার মোতাবেক সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here