সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের আজ ৩৮ তম মৃত্যু বার্ষিকী

0
217
728×90 Banner

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি : আজ ১৯ সেপ্টেম্বর ২০১৯ ইং মোতাবেক ৪ঠা আশ্বিন রোজঃ বৃহস্পতিবার বগুড়া জেলার গাবতলী উপজেলার মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের ৩৮তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ী গাবতলী উপজেলার কলাকোপা বাসভবনে দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে কোরআন খানি, বাদ আছর মোতাবেক বিকাল ৪.৩০ মিনিটে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে চাউল ও অর্থ বিতরণ। এছাড়া দয়রামপুর সিরাজুল হক দাখিলী মাদ্রাসা ও আতপজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উলে¬খ্য মরহুম সিরাজুল হক তালুকদার ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, ১৯৫৩ সালে বগুড়া জেলা বোর্ড সদস্য, ১৯৬৫ সালে বগুড়া জেলা কাউন্সিল সদস্য ১৯৪৮ সাল থেকে ২৫ বৎসর বালিয়াদিঘী ইউনিয়নের চেয়ারম্যান ও আজীবন বাংলাদেশ রেডক্রস সোসাইটি সদস্য ছিলেন। মরহুম সিরাজুল হক তালুকদার দৈনিক উত্তরকোণ পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক তালুকদার ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদারের পিতা।
মরহুমের আত্মীয়স্বজন গুনগ্রাহী সকলকে উক্ত অনুষ্ঠান মালায় উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো যাইতেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here