সকলের সহযোগিতায় কর্মহীন মানুষদ‌ের পাশে নিসু ফাউন্ডেশন

0
170
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : এই দূর্যোগ মুহুর্তে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মানবিক ও সামাজিক সংগঠন নিসু ফাউন্ডেশন। গত ৯ এপ্রিল বৃহস্পতিবার রাত থেকে ১০ এপ্রিল শুক্রবার পর্যন্ত যশোর জেলার মণিরামপুরের মুন্সিখানপুর, তেঁতুলিয়া খানপুর ও বিজয়রামপুর গ্রামের কয়েকটি নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে নিসু ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় খাবার পৌঁছে দেন, নিসু ফাউন্ডেশনের নিবেদিত স্বেচ্ছাসেবকবৃন্দ। এ সময় খাবার নিয়ে ছুটে যান নিসু ফাউন্ডেশনের সদস্য সাজেদুল ইসলাম সাজু, এম.এম. আরজান আলী, রবিউল ইসলাম, এম.এম. ইলিয়াস হোসাইন, সরোয়ার হোসেন, সিরাজুল ইসলাম ও সোহেল রানা প্রমুখ।
গত ২৯ মার্চ নিসু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও গাজীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এস.এম. হাফিজুর রহমান তার ফেসবুক আইডিতে দেশের এই দূর্যোগ মূহুর্তে “হৃদয় থেকে আকুল আকুতি-বাঁচতে চাই, বাঁচাতে চাই” শিরোনামে একটি স্ট্যাটাস দেন, এতে সাড়া দিয়ে এগিয়ে আসেন শিক্ষাবন্ধু ড.এম. মিজানুর রহমান, ডা: এম. ছবেদ আলী, ড. মো: ইদ্রিস আলী, আব্দুর রহমান মানিক, মো: আব্দুল মান্নান, মুহাম্মদ আবদুল করিম সরকার, মো: শামছুজ্জামান, মো: আলমগীর হোসেন, তরুণ সাংবাদিক মো: শাহ্ জালাল, সেনা সদস্য মনিরুজ্জামান মনির, প্রবাসী ইকবাল কবির জাহিদ, মিসেস জেসমিন আরা, যমুনা ইসলাম খান, শারমিন আক্তার রিমা, শারমিন লিমা, ইঞ্জি: তরিকুল ইসলাম, সৌদি প্রবাসী নিশান, ফার্মাসিস্ট নাজমুল হোসাইন, জি.এম.এনামুল হক, সাংবাদিক আনু হাসান, আসাদুর রহমান আসাদ, ইঞ্জি: বাহারুল ইসলাম, ইনামুল হক, সেলিম রেজা, আবু দাউদ, শেখ মুরাদুজ্জামান মুরাদ, মো: আল এমরান, প্রবাসী ইকবাল কবির, ইরান প্রবাসী মো: তুহিন হোসেন ও ফিরোজ মাহমুদ। শত মানুষের সহযোগিতায় মানবতার পাশে নিসু ফাউন্ডেশন নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে।
নিসু ফাউন্ডেশনের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এ কার্যক্রমে বিশেষ লক্ষ্যণীয় যে, একদিকে খাবার বিতরণ, অন্যদিকে সচেতনতা। প্রতিটি খাবারের প্যাকেটে লেখা ছিলো “করোনার ভয়, ঘরে থেকে করবো জয়”, “শতমানুষের সহযোগিতায় মানবতার পাশে নিসু ফাউন্ডেশন” ও “কর্মহীনদের পাশে বিত্তবানরা এগিয়ে আসুন”।
নিসু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস.এম. হাফিজুর রহমান বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো এ কার্যক্রম চলমান থাকবে, সাথে সাথে করোনার বিস্তার ঠেকাতে সকলকে ঘরে থাকার আহবান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here