সরাইল সরকারি কলেজ মাঠে দুই অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা

0
104
728×90 Banner

সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সরাইল সরকারি কলেজ মাঠে একই দিনে দুই সংগঠনের অনুষ্ঠান পালনের ঘোষণা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু সংগঠনের সদস্যসহ বিভিন্ন মহলে নানা ভাবে লেখালেখি করছে। একই স্থানে দুই অনুষ্ঠানকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো একপক্ষ অনুষ্ঠান প্রত্যাহার না করলে সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
জানা যায়, আগামীকাল ৫ জুলাই বুধবার বেলা ১১টায় সরাইল সরকারি কলেজ মাঠে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান পালনের ঘোষণা দিয়ে প্রস্তুতি নিচ্ছে মানবিক সরাইল জে-বি। অপর দিকে একই দিনে কলেজ মাঠে কালিকচ্ছ ইউনিয়ন যুবলীগের অনুষ্ঠান পালনের ঘোষণা দেয়।
এ নিয়ে সরাইল সরকারি কলেজ মাঠ ব্যবহার করার অনুমতি চেয়ে উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা কাছে পত্র দিয়েছে মানবিক সরাইল জে, বি ও কালিকচ্ছ ইউনিয়ন যুবলীগ। এ অবস্থায় বিষয়টি নিয়ে এলাকায় মুখরোচক নানা আলোচনা চলছে পাশাপাশি দেখা দিয়েছে অসন্তোষ ও উত্তেজনা। এলাকার শান্তি বজায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনস্বার্থে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।
জানতে চাইলে মানবিক সরাইল জে বি সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ অহিদুজামান লস্কর অপু বলেন, ডিসি স্যার সরকারি কলেজ মাঠ ব্যবহার করার জন্য আমাদের অনুমোদন দিয়েছে, অনুষ্ঠান হবে।
অপর পক্ষের কালিকচ্ছ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাহাদাত মৃধা রাসেল বলেন,আগামীকাল ৫ জুলাই আমাদের অনুষ্ঠান হবে। কলেজ মাঠে অনুমতি জন্য উপজেলা প্রশাসনের কাছে পত্র দিয়েছি। প্রশাসন অনুমতি দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এলাকার বিট অফিসার আমাদের ডেকে বলেছে মাঠের অনুমতি নিতে জেলা প্রশাসকের কাছে যেতে হবে।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন বলেন, ডিসি স্যারে অনুমোদন দিলে অনুষ্ঠান করতে পারবে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন বলেন, ডিসি স্যার কলেজ মাঠে অনুষ্ঠানের অনুমতি দেয় নাই। অনুমতি দিলে অনুষ্ঠান করতে পারবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here