সাবেক ডেপুটি স্পীকার কর্ণেল (অবঃ)শওকত আলীর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

0
341
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার, আগরতলা ষড়যন্ত্র মামলার ২৬নং আসামী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) শওকত আলীর মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার , জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক বার্তায় বিবৃতিদাতারা বলেন, শওকত আলী ছিলেন নিরলোভ, পরোপকারী ও মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়নের লক্ষ্যে এবং মানবতার কল্যাণে আজীবন কাজ করছেন। বিবৃতিতে মরহুমের মাগফেরাত কামনা করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here