সাভারে হত দরিদ্র মানুষদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

0
101
728×90 Banner

এইচ এম সাগর, সাভার : সাভারে সমাজের প্রায় কয়েক’শ হত দরিদ্র মানুষদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এলজিএসপি-৩ এর অর্থায়নে বিনামুল্যে এ ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রধান করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এসময় ওই ইউনিয়নের প্রায় কয়েক’শ নারী, পুরুষ, শিশু, গর্ভবর্তী ও বয়স্ক ব্যক্তিদের বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে পেসক্রিপশনের মাধ্যমে বিভিন্ন রোগের ঔষধ প্রদান করা হয়। দিন ব্যাপি এ বিনামুল্যে রোগীদের ডাক্তার দেখানো ও ফ্রি ঔষধ বিতারণের আয়োজন করা হয়। যেখানো অংশ গ্রহণ করেছেন বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ অর্ধশতাধিক চিকিৎসক। ঔষধের পাশাপাশি মানুষকে সচেতনার জন্য বিনামুল্যে করোনা ভাইরাসের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিনামুল্যে বিভিন্ন রোগের ঔষধ পাওয়ায় ও বিশেষঞ্চ চিকিৎসক দেখাতে পেরে সমাজের অসহায় ও হত দরিদ্র মানুষরা হাসি মুখে বাড়ি ফিরে যায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here