সিরাজগঞ্জে সোহেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

0
227
728×90 Banner

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পাসে ইসলামের ইতিহাস বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র সোহেল রানা হত্যার বিচারের দাবীতে সোমবার সকালে মানবন্ধন কর্মসূচী পালন করেছে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। মানববন্ধন চলাকালে মেধাবি ছাত্র সোহেল রানাকে তার বাড়ির সামনে স্বজনদের সামনে পিটিয়ে নির্মমভাবে হত্যরা তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তি দাবি করে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ টি.এম. সোহেল। আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না। এ সময় নিহত সোহেল রানার পিতা মোতালেব তালুকদার কান্নাজড়িত কন্ঠে তার সন্তান হত্যাকারীদের ফাঁসি দাবী করেন। উল্লেখ্য গত শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের তালুকদার পাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে সোহেল রানার চাচা ও চাচাতো ভাইয়েরা তাকে সহ তার পিতা ও এক ভাইকে পিটিয়ে জখম করে। তাদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোহেল রানার অবস্থা গুরতর হওয়ায় ঐদিনে রাতে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে সোহেল রানা মা শিউলি বেগম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত সোহেল রানার চাচা মোশারাফ হোসেন তালুকদার, চাচাতো ভাই আলামিন,দুলাল,আলো, আলাউদ্দিন সহ ১৪ জনকে সোহেল রানা হত্যা মামলার আসামী করা হয়েছে। আসামীদের দ্রত গ্রেফতার শাস্তির দাবী জানান শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here