সিরাজগঞ্জ ভাগবাটিতে ফসলি জমি নষ্ট করে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

0
123
728×90 Banner

আবির হোসাইন শাহীন সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ শনিবার গোপন সূত্রের ভিত্তিতে অবৈধ উপায়ে বিপণনের উদ্দেশ্যে মাটি কেটে ফসলি জমি নষ্ট করা হচ্ছে সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাঁতী নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার বিকেল ৩.৩০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আল-আমিন নামক জনৈক ব্যক্তি এলাকায় ফসলি জমি নষ্ট করে এভাবে মাটি কেটে বিক্রি করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৫ ধারায় অভিযুক্ত আল আমিন(৪২)কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার)টাকা অর্থদন্ড দেয়া হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের স্টাফগণ এবং সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here