সুশিক্ষা

0
141
728×90 Banner

আব্দুছ ছামাদ
সংযুক্ত আরব আমিরাত

আমি এক বৃদ্ধ বাবা আমার কিছুর অভাব নাই
অভাব শুধু সন্তানদের সুশিক্ষা দিতে পারি নাই!
দেইনি সময় তাদের আমি ঘড়ি দিয়েছি কিনে
সন্তানরা কি আমায় এখন বাবা বলে চিনে?

চাওয়ার আগে পূরণ করেছি চাহিদা ছিল যত
আদর যত্ন করিনি তেমন ছিলাম ব্যস্ত নিজের মত!
আমার মাঝেই আমি ছিলাম অর্থের নেশায় ডুবে
সন্তানদের খোঁজ রাখিনি আমি পরে ছিলাম লোভে!

বাড়ি-গাড়ি অর্থকরী আমি করেছি অনেক বেশি
আমার লোভে আজ সন্তানদের কাছে আমি দোষী!
শেষ বয়সে রোগে ধরে আমি পড়ে আছি ঘরে
সন্তানরা ডাকেনা ডাক্তার উকিল মুক্তারে ডাকে!

সম্পদ তাদের বুঝিয়ে দিয়ে যেন আমি মরে যাই
আমার প্রতি তাদের আর দায়িত্ব বলতে নাই!
আমার মত করো না ভুল শুনো এই জগতের লোক
সন্তানকে সুশিক্ষিত কর না হলে চোখের জলেভাসবে বুক!

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here