সেভ দ্য রোড-এর শোক

0
51
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :ফিটনেস বিহীন বাহন বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ার কারণে নির্মম পথ দুর্ঘটনায় সুনামগঞ্জে ৭ জনসহ বিভিন্ন স্থানে নিহতদের ঘটনায় সেভ দ্য রোড-এর শোক এবং উদ্বেগ প্রকাশ করেছে। ১৪ মার্চ পাগলা সকালে সুনামগঞ্জের পাগলা বাজার ও হাছন রাজা তোরণ এলাকায় ২ টি দুর্ঘটনায় ৭ জনের নির্মম মৃত্যুর ঘটনা প্রসঙ্গে সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, আইয়ুব রানা, সুনামগঞ্জ জেলা সেভ দ্য রোড সভাপতি আহমদ আল কবির চৌধুরী প্রমুখ এক বিবৃতিতে বলেন, ফিটনেস বিহীন বাহন বন্ধের জন্য বিআরটিএসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে আরো অনেক পরিবারকে নিঃস্ব হতে হবে, যা আমাদের কারোই কাম্য নয়। নেতৃবৃন্দ সারাদেশে সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সরকারি তত্বাবধায়নে করার দাবির পাশাপাশি শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কমপক্ষে ১০ লক্ষ টাকা অনুদান নিহতদের পরিবারকে দেয়ার আহবান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here