সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি শ্রমিক

0
196
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : সৌদি আরব প্রশাসনের হাতে ধরপাকড়ের শিকার হয়ে রোববার মধ্যরাতে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি শ্রমিক। দেশে ফিরে আসা শ্রমিকদের মধ্যে রয়েছেন চাঁদপুরের বাবুল হোসেন, টাঙ্গাইলের আলিম ও মনির হোসেন, নরসিংদীর মো. জোবাইর, লক্ষনীপুরের ফরিদ, মুন্সিগঞ্জের শরিফ হোসেন এবং মেহেরপুরের সেলিম রেজা প্রমুখ।
রোববার দিবাগত রাত ১১টা ৭ মিনিটে সৌদি এয়ারলাইন্সের (এসভি-৮০৪) নম্বর ফ্লাইটে তারা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন।
শাহজালাল বিমানবন্দরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের মিডিয়া শাখার (এসপি) মো: আলমগীর হোসেন শিমুল আজ সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের হেড শরিফুল হাসান শাহজালালে সংবাদ কর্মীদেরকে জানান, দেশে ফিরে আসা শ্রমিকদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে বিমানবন্দরে খাবার সরবরাহসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে ফিরে বাংলাদেশী ভুক্তভোগী শ্রমিকরা জানান, সৌদি প্রশাসন প্রতিদিন শত শত বিদেশি কর্মীকে গ্রেফতার করছে। পরে তাদেরকে রিয়াদ ডিপোর্টেশন ক্যাম্পে নিয়ে যাচেছ। সেখানে কয়েক হাজার বাংলাদেশী শ্রমিক বন্দি আছেন।
শ্রমিকদের অভিযোগ, বৈধ আকামা থাকা সত্ত্বেও তাদের জোর করে ধরে জেলখানাতে নিয়ে যাওয়া হয়। অনেক ক্ষেত্রে মালিকপক্ষ আকামা নবায়ন করেনি বা তা বাতিল করে শ্রমিকদের দেশে পাঠিয়ে দিচ্ছেন।
শাহজালালে পৌঁছে ভুক্তভোগী শ্রমিকরা অভিযোগ করে বলেন, এক্ষেত্রে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস তাদের কোনো সহযোগিতা করেনি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনই ব্যবস্থা নেওয়া না হলে সমস্যাটি বড় আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে।
এপিবিএন পুলিশের (এসপি) মো: আলমগীর হোসেন শিমুল আজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আউট পাসের মাধ্যমে রোববার মধ্যরাতে ১৭৫জন বাংলাদেশী শ্রমিক সৌদি আরব থেকে দেশে ভেরত এসেছে।
তিনি আরও জানান, শ্রমিকদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এবিষয়ে তাদেরকে সহযোগিতা করেছেন। এসময় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের হেড শরিফুল হাসান শাহজালাল বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here