স্বেচ্ছাশ্রমে নেতা-কর্মীদের নিয়ে কৃষকের পাশে দাঁড়ালেন এমপি শামিমা

0
128
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সুনামগঞ্জের হাওরে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ সংকটের কথা চিন্তা করে স্বেচ্ছাশ্রমে নেতা-কর্মীদের নিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামিমা শাহরিয়ার।
যেখানেই ধান কাটার সমস্যা দেখা দিচ্ছে সাথে সাথে তিনি কৃষকলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে সেখানে উপস্থিত হয়ে ধান কেটে দিচ্ছেন।
বুধবার (২২ এপ্রিল) সকালে কৃষকলীগের উদ্যোগে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ডাকুয়া হাওরে শান্তিপুর গ্রামের কৃষক মো. সফেদ আলীর ফসল কাটায় অংশ নেন তিনি।
ধান কাটা শেষে শামিমা শাহরিয়ার বলেন, ‘আমরা যদি কৃষকের ধান ঘরে তুলে দিতে পারি তাহলে খাদ্যের অভাব আর থাকবে না। আমি বিশ্বাস করি, সুনামগঞ্জে যে বাম্পার ফলন হয়েছে তা শুধু সুনামগঞ্জ নয়, সারা দেশের খাদ্যের অভাব পূরণ করতে পারবে। আসুন আমরা সবাই কৃষকের পাশে দাঁড়াই।’
সুনামগঞ্জ কৃষকলীগের আহ্বায়ক আবদুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালকদার, সদস্য আনোয়ারুল হক, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মইনুল হক, সদস্য সচিব মহিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here