হিলি-জয়পুরহাট সড়কে সংস্কার কাজের ধীরগতি, জন দূর্ভোগ চরমে

0
203
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাট-হিলি সড়কে ঠিকাদরী প্রতিষ্ঠানের সংস্কার কাজ ধীরগতির কারনে যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েছেন। পাঁচবিবি পুরাতন পৌরসভা হতে দক্ষিনে তিন মাথা মোড় পর্যন্ত সড়কের পূর্ব পাশে সংস্কার কাজ চলায় পশ্চিম পাশের এক লেন দিয়ে দ্বিমুখী যান চলাচল করায় প্রতিদিন বিশাল এ যানজটের সৃষ্টি হচ্ছে। আর এতে ভোগান্তিতে পরছে ঢাকামুখী কোচ, যাত্রীবাহী বাস, হিলি স্থল বন্দরের পন্য বোঝায় ট্রাক, ছোট বড় যানবাহন নছিমন-ভটভটিসহ বাজারমুখী পথচারীরা।
পাঁচবিবি রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল বলেন, পাঁচবিবি-হিলি সড়কে কোন বাইপাস সড়ক না থাকায় এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলাতির কারনে সাধারণ জনগনকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। অপরদিকে হিলি স্থলবন্দর থেকে শত শত পণ্যবাহী ট্র্যাক এ পথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের কারণে দীর্ঘ যানজট লেগেই থাকছে বলে পথচারীরা অভিযোগ করেন। আবার মঙ্গলবার হাট বারে উত্তরাঞ্চলের বৃহত্তম গো-হাট বসায় জন দূর্ভোগ চরমে উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন নজরদারি। এমন অবস্থা চলতে থাকলে আসন্ন এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীরা সময়মত অংশ গ্রহন করতে পারবে কি না তা নিয়ে অভিবাবক ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বির্ল্ডাস এর ইনচার্জ শামীম হোসেনের (০১৭১৯-৩৭১৯৫৩) মোবাইলে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে দূর্ভোগের কথা স্বীকার করে পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব বলেন, ঢালাইয়ের ২৮ দিন পার না হলে সড়ক খুলে দেওয়া যাবে না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here