হোয়াটসঅ্যাপের ম্যাসেজ সংরক্ষণের উপায়

0
201
728×90 Banner

ডেইলি গাজীপুর আইটি: বর্তমানে বার্তা আদান-প্রদানের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এটির ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই। অনেকেই অ্যাপটির গুরুত্বপূর্ণ ম্যাসেজ সংরক্ষণে স্ক্রিনশট নিয়ে রাখেন। গ্যালারিতে অনেক ছবি থাকলে আবার পরবর্তীতে সেই স্ক্রিনশট খুঁজে পেতে নানা সমস্যা দেখা দেয়।
তবে চাইলে ভিন্ন পদ্ধতি অর্থাৎ স্টার ম্যাসেজ অপশন ব্যবহার করে ম্যাসেজ সংরক্ষণ করা যায় সহজেই। যে ম্যাসেজটি আলাদা ভাবে সংরক্ষণ করতে চান, সেটির উপর কিছুক্ষণ ট্যাপ করে রাখলে কিছু অপশন আসবে। সেখান থেকে স্টার আইকনে ক্লিক করতে হবে, তাতেই সংরক্ষণ হয়ে যাবে।
পরবর্তীতে সেগুলো দেখতে চাইলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ‘More Options’ থেকে ‘Starred messages’ অপশনে যেতে হবে। তবে আইওএসের ক্ষেত্রে চ্যাট ওপেন করে নামের উপর ক্লিক করলে স্টারড ম্যাসেজ নামে অপশন আসবে। সেটিতে ক্লিক করলে স্টারড ম্যাসেজ দেখা যাবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here