১৫০ বছরে পর্দাপন করল সিরাজগঞ্জ পৌরসভা

0
221
728×90 Banner

আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের প্রাচীনতম সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বছর পুর্তিতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার সময় পৌরসভা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
পৌর চত্বর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালীটি সাজানো হয় বর্ণিল সাজে। র‌্যালীতে হাতি, ঘোড়া, টমটম গাড়ীর পাশাপাশি লাঠিখেলা, সাপখেলা, বাঁদরখেলাসহ বাঙলার ঐতিহ্যবাহী সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলেন অংশগ্রহণকারিরা। শহরের সকল স্কুল-কলেজের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ব্যানার ফেষ্টুন নিয়ে ২০ হাজারেরও বেশি মানুষ র‌্যালীতে অংশগ্রহণ করেন।
এর আগে পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল¬াত মুন্না উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বছর পূর্তিতে বর্ণ সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য শোভায
সোহাগ হাসানঃ ঐতিহ্যবাহি সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বছর পুর্তিতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার সময় পৌরসভা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
পৌর চত্বর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালীটি সাজানো হয় বর্ণিল সাজে। র‌্যালীতে হাতি, ঘোড়া, টমটম গাড়ীর পাশাপাশি লাঠিখেলা, সাপখেলা, বাঁদরখেলাসহ বাঙলার ঐতিহ্যবাহী সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলেন অংশগ্রহণকারিরা। শহরের সকল স্কুল-কলেজের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ব্যানার ফেষ্টুন নিয়ে ২০ হাজারেরও বেশি মানুষ র‌্যালীতে অংশগ্রহণ করেন।
এর আগে পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় সকল পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here