২১শে ফেব্রুয়ারি সারা বিশ্বে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতিকে ছড়িয়ে দেয়ার দিবস: মিজানুর রহমান মিজু

0
73
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন সারা বিশ্বে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতিকে ছড়িয়ে দেয়ার দিবস বলে উল্লেখ করেছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।
৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলে জাতীয় স্বাধীনতা পার্টির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান মিজু বলেন, ১৯৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান লাভ করেছিল। পৃথিবীতে বাঙালিরাই একমাত্র জাতি যাঁরা নিজের বুকের তাজা রক্ত ঠেলে দিয়ে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করেছিল। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে চলেছে। ২০২২ সালের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক সম্প্রদায় নতুন উন্নত—স্বনির্ভর এক বাংলাদেশকে দেখতে পাচ্ছে।
তিনি বলেন, ৫২’র পেতাত্মরা এখনো থেমে নেই। তারা এখনো ষড়যন্ত্র করে চলেছে কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়। তাদের সেই বিষ দাঁত ভেঙ্গে দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সকল অপশক্তিকে প্রতিহত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান জননেতা কাজী মাসুদ আহমেদ, আওয়ামী প্রজন্মলীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন চৌধুরী, যুব নেতা মোস্তফা কামাল, জাতীয় স্বাধীনতা পার্টির যুগ্ম মহাসচিব সি এম মানিক, ঢাকা দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত ও দেশের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শওকত আমিন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here