৩ মাসের বাড়িভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন

0
123
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : এপ্রিল, মে, জুন ৩ মাসের বাড়ি ভাড়া-দোকান ভাড়া মওকুফের দাবিতে ১৪ জুন ২০২০ইং রবিবার সকাল ১১ টায় ভাড়াটিয়া পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে কালো পতাকা হাতে ভাড়াটিয়াদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে ভাড়াটিয়ার পরিষদের সভাপতি মোঃ বাহরানে সুলতান বাহার বলেন, “ঢাকা শহরের প্রায় ৯০ শতাংশ মানুষ ভাড়া থাকে। কিন্তু এই বিশাল ভাড়াটিয়া জনগোষ্ঠীর মৌলিক অধিকারের কথা কোন জনপ্রতিনিধিরা বলেন না এবং তাদের অধিকার রক্ষা করেন না। আমরা ভাড়াটিয়ারা নানা ভাবে অধিকার বঞ্চিত। এর মধ্যেই বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর প্রভাবে দীর্ঘদিন যাবত লকডাউন, আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি ও জনমনে আতঙ্কের কারণে ঢাকা মহানগরীসহ সারাদেশের নিম্ন আয়ের মানুষের জীবন ও জীবিকা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। সরকারি কর্মজীবী, কিছু সংখ্যক বড় বেসরকারি প্রতিষ্ঠান ছাড়া বাকি সকল পেশাজীবীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে পরিবারের জন্য প্রতিদিনের খাবারের ব্যবস্থা করাই একটি চ্যালেঞ্জ, সেখানে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বাড়ি ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল ও বিভিন্ন সার্ভিসের বিলসমূহ।”
ভাড়াটিয়া পরিষদের সভাপতি বলেন, “সরকার বাজেটে বড় বড় ব্যবসায়ীদের করের হার কমিয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে কিন্তু গরিবের উপর চাপিয়েছে মোবাইল কলরেট-ডাটার উপর বাড়তি কর, ইউটিলিটি বিল পরিশোধের জন্য জুন পর্যন্ত দেয়া হয়েছে আল্টিমেটাম। করোনা মহামারির পর থেকে ভাড়াটিয়া পরিষদ বাড়ি ভাড়ার অমানবিক চাপ থেকে অসহায় সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে বারংবার দাবি জানানোর পরও সরকার কোন প্রকার কর্ণপাত করেনি। আমরা আশা করেছিলাম, সরকার বাড়িওয়ালাদেরকে কর মওকুফের মতো কিছু বাড়তি সুবিধা দিয়ে করোনা কালে ভাড়াটিয়াদের ভাড়া মওকুফের মত একটি সিদ্ধান্ত দিয়ে সারাদেশের অসহায় ভাড়াটিয়াদের পাশে দাঁড়াবেন।”
মোঃ বাহরানে সুলতান বাহার বলেন, “আমরা শুনতে পেরেছি ভাড়াটিয়ারা বাড়িওয়ালাদের চাপে পড়ে নিজেদের মূল্যবান জিনিসপত্র খুবই কম দামে বিক্রি করে ভাড়া পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। কোথাও কোথায় জোরপূর্বক বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে। শারীরিকভাবে লাঞ্চিত করা হচ্ছে। মানসিক নির্যাতনের তো কোন সীমাই নেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মানবিক দিক বিবেচনা করে ৩ মাসের ভাড়া মওফুফের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিনীত আহ্বান জানাচ্ছি।”
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ভাড়াটিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, খিলগাঁও থানা আহ্বায়ক তুহিন চৌধুরী, শ্যামপুর কদমতলী থানা সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার আহমেদ জয়, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল, কলাবাগান থানা কমিটির আহ্বায়ক মোঃ রাসেল, রূপগঞ্জ থানা আহ্বায়ক আলাউদ্দিন, রামপুরা থানা আহ্বায়ক সুলতানা হায়াত ফৌজিয়া হাসান (লিপি), তারা নিউজ বিডির সম্পাদক ও প্রকাশক খন্দকার মাসুদ উজ জামান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here